শিরোনাম
◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের!

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে অঞ্জলি নিতে প্রস্তুত ৫৫ ফুট সরস্বতী প্রতিমা

গোপালগঞ্জ প্রতিনিধি: [২] জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম কান্দি গ্রামে ৫৫ ফুট দীর্ঘ সরস্বতী প্রতিমা তৈরি হওয়া নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো এতো বড় সরস্বতী প্রতিমা দেখতে আশেপাশের কয়েকটি এলাকার উৎসুক মানুষ প্রতিনিয়ত ভিড় করছে প্রতিমার সামনে।

[৩] প্রতিমাটি তৈরি করছে শিল্পি শ্রীবাস গাইন, তিনজন সহকারী শিল্পিকে সাথে নিয়ে ২০ দিন প্রচেষ্টায় প্রায় শেষের দিকে প্রতিমা তৈরির কাজ। তার দাবি এটিই দেশের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা হতে যাচ্ছে। পূঁজা উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে দুদিন ব্যাপী কবিগানের আয়োজন, বসেছে গ্রামীন মেলাও।

[৪] পূঁজা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ কমলেশ বিশ্বাস প্রতিবেদককে জানায়, ভিন্নরকম কোন আয়োজনের উদ্দ্যেশ্য থেকেই আমাদের এই দীর্ঘ প্রতিমা তৈরীর উদ্যেগ। আশা করি সরস্বতী মায়ের ভক্তরা এখানে এসে অঞ্জলি প্রদানের মাধ্যমে আমাদের এই আয়োজন সার্থক করবে।

[৫] পার্শ্ববর্তী বরিশাল জেলার সাতলা ইউনিয়ন থেকে আগত কলেজ ছাত্রী সাথী বৈরাগী জানায়, বন্ধুদের কাছে শুনে ৫৫ ফুট প্রতিমা দেখতে এসে আমি অবাক হয়েছি , এতো বড়ো প্রতিমা এর আগে আমি কখনোই দেখিনি। কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম বাড়ৈ বলেন, আমার ইউনিয়নে এমন একটি আয়োজনে আমি আনন্দিত, পূজোর দিনে আগত ভক্তবৃন্দের কাছে অনুরোধ থাকবে তারা যেন মুখে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে মায়ের পূজায় অংশগ্রহণ করে। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়