শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫১ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়া পৌরসভা মেয়র পদে বিএনপির প্রার্থীসহ জামানত হারালেন ৩ জন

তৌহিদুর রহমান : [২]ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থী তাদের জামানাত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

[৩] জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন আব্দু ও স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম এবং মো. নুরুল হক ভূঁইয়া। এদের মধ্যে আব্দু ধানের শীষ প্রতিকে ৭৭৮ ভোট, শফিকুল মোবাইল ফোন প্রতিকে ২১১ ভোট ও নুরুল নারকেল গাছ প্রতিকে লড়ে পেয়েছেন ৫৯৫ ভোট।

[৪] নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা মেয়র পদে ১৫ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

[৫] রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভা নির্বাচনে ১৬ হাজার ৭৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে আটটি ভোট বাতিল করা হয়েছে। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে। প্রদত্ত ভোটের হিসেবে আট ভাগের এক ভাগ ভোট দুই হাজারের কিছু বেশি। কিন্তু তিন প্রার্থীর কেউই প্রাপ্ত ভোটে হাজারের ঘর পেরুতে পারেননি। এর ফলে তাদের জামানত বাজেয়াপ্ত করছে নির্বাচন কমিশন।

[৬] জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ওই তিন মেয়র প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হচ্ছে।

[৭] উল্লেখ্য, আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩০ জন ও নারী ভোটার ১৪ হাজার ৬৭২ জন। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়