শিরোনাম
◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইলে ম্যাসেজ না আসা পর্যন্ত অপেক্ষা করুন, অন্য কেন্দ্রে টিকা নেয়া যাবে না: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার:  [২] প্রতিদিনই করোনার টিকা নিতে ভিড় বাড়ছে, চাপ বেড়েছে কেন্দ্রগুলোতে।

[৩] গ্রীন রোডের বাসিন্দা সৈয়দা মনিরা জানান, তারা স্বামী স্ত্রী দুজনে বিএসএমএমইউতে নিবন্ধন করেছেন। নিবন্ধন কার্ড নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসেন তিনি, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাসেজ তখনো পাননি বলে। এরকম শতশত মানুষ নিবন্ধনকৃত কেন্দ্রে টিকা দিতে গিয়ে ব্যর্থ হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন।

[৪] রোববার অনেককে দেখা গেছে, ম্যাসেজ না আসলেও অন্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন কার্ড দেখিয়ে টিকা দিতে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, এভাবে টিকা দেওয়া হতে বিরত থাকতে হবে।

[৫] তিনি বলেন, ইতিমধ্যে যারা ম্যাসেজ না পাওয়ায় নিজ কেন্দ্রে টিকা না দিয়ে অন্য কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজ সেই হাসপাতালে গিয়েই টিকা নিতে হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহম্মদ রোবেদ আমিন বলেন, প্রথম দিকে টেকনিক্যাল সমস্যা থাকায় ম্যাসেজ পাঠাতে সমস্যা থাকলেও এখন আর নেই। পর্যায়ক্রমে নিবন্ধনকৃত সকলের মোবাইলেই ম্যাসেজ চলে যাবে।

[৭] ডা. নাসিমা সুলতানা বলেন, প্রথম ধাপেই সারা দেশে ৩০ থেকে ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে রেজিস্ট্রেশন চলমান থাকবে। ইতিমধ্যে ভারত থেকে যে ৭০ লাখ ভ্যাকসিন এসেছে সেগুলোর ব্যবহার শেষ হওয়ার পর চার সপ্তাহ বিরতি দিয়ে আবার টিকাদান শুরু হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়