শিরোনাম
◈ আজ দুপুর ২টায় সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের ◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইলে ম্যাসেজ না আসা পর্যন্ত অপেক্ষা করুন, অন্য কেন্দ্রে টিকা নেয়া যাবে না: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার:  [২] প্রতিদিনই করোনার টিকা নিতে ভিড় বাড়ছে, চাপ বেড়েছে কেন্দ্রগুলোতে।

[৩] গ্রীন রোডের বাসিন্দা সৈয়দা মনিরা জানান, তারা স্বামী স্ত্রী দুজনে বিএসএমএমইউতে নিবন্ধন করেছেন। নিবন্ধন কার্ড নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসেন তিনি, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাসেজ তখনো পাননি বলে। এরকম শতশত মানুষ নিবন্ধনকৃত কেন্দ্রে টিকা দিতে গিয়ে ব্যর্থ হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন।

[৪] রোববার অনেককে দেখা গেছে, ম্যাসেজ না আসলেও অন্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন কার্ড দেখিয়ে টিকা দিতে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, এভাবে টিকা দেওয়া হতে বিরত থাকতে হবে।

[৫] তিনি বলেন, ইতিমধ্যে যারা ম্যাসেজ না পাওয়ায় নিজ কেন্দ্রে টিকা না দিয়ে অন্য কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজ সেই হাসপাতালে গিয়েই টিকা নিতে হবে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহম্মদ রোবেদ আমিন বলেন, প্রথম দিকে টেকনিক্যাল সমস্যা থাকায় ম্যাসেজ পাঠাতে সমস্যা থাকলেও এখন আর নেই। পর্যায়ক্রমে নিবন্ধনকৃত সকলের মোবাইলেই ম্যাসেজ চলে যাবে।

[৭] ডা. নাসিমা সুলতানা বলেন, প্রথম ধাপেই সারা দেশে ৩০ থেকে ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে রেজিস্ট্রেশন চলমান থাকবে। ইতিমধ্যে ভারত থেকে যে ৭০ লাখ ভ্যাকসিন এসেছে সেগুলোর ব্যবহার শেষ হওয়ার পর চার সপ্তাহ বিরতি দিয়ে আবার টিকাদান শুরু হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়