শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের প্যানেল ঘোষণা

নূর মোহাম্মদ: [২] এতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকে সভাপতি পদে এবং আইনজীবী মো.আব্দুল আলিম মিয়াকে (জুয়েল) সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

[৩] সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। যিনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে পদাধিকার বলে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের চেয়ারম্যানও।

[৪] এদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য পদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

[৫] পরে তিনি তার ফেসবুকে লেখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন (২০২১-২২)-এ আমি সভাপতি পদপ্রার্থী। আমি আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করি। সুপ্রিম কোর্ট বারের নির্বাচন কোনো দলীয়, কোনো মার্কার নির্বাচন নয়। নির্বাচনে আমি নির্দলীয়ভাবে সাধারণ আইনজীবীদের প্রার্থী।

[৬] এদিকে এখনো প্যানেল তৈরি করতে পারেনি বিএনপি সমর্থক আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী মাসের ২য় সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়