শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার ◈ নির্বাচনের আগে ঢাকা-১০সহ তিন আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা? ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ভিড়: সোয়া ১০ হাজার পদের জন্য আবেদন বাড়তে পারে সাড়ে ৭ লাখে ◈ ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা ◈ মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ ◈ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের প্যানেল ঘোষণা

নূর মোহাম্মদ: [২] এতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকে সভাপতি পদে এবং আইনজীবী মো.আব্দুল আলিম মিয়াকে (জুয়েল) সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

[৩] সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। যিনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে পদাধিকার বলে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের চেয়ারম্যানও।

[৪] এদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী। একইসঙ্গে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য পদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

[৫] পরে তিনি তার ফেসবুকে লেখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন (২০২১-২২)-এ আমি সভাপতি পদপ্রার্থী। আমি আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করি। সুপ্রিম কোর্ট বারের নির্বাচন কোনো দলীয়, কোনো মার্কার নির্বাচন নয়। নির্বাচনে আমি নির্দলীয়ভাবে সাধারণ আইনজীবীদের প্রার্থী।

[৬] এদিকে এখনো প্যানেল তৈরি করতে পারেনি বিএনপি সমর্থক আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী মাসের ২য় সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়