শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার দাউদকান্দিতে ভোটগ্রহণ চলছে

মোশায়ারা আক্তার: [২] চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভার ভোট চলছে। উৎসবমুখর পরিবেশে চলছে দাউদকান্দি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। ইভিএমে একটানা রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় পৌরবাসীকে।

[৩] কুমিল্লার দাউদকান্দি হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন।

[৪] এদিকে, দাউদকান্দি আদর্শ শিশু নিকেতন কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী নূর মোহাম্মদ সেলিম সরকার ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা বেগম আমেনা সুলতান সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র ভোট দিয়েছেন।

[৫] শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

[৬] দাউদকান্দি পৌরসভার ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে একযোগে। আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী ছাড়াও এবার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ৯টি ওয়ার্ডে ৩৬জন সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত না’রী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১১ জন।

[৭] এবারের ১৭টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়