শিরোনাম

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরিকারি এক ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া হবে না বললেন, সংসদ সদস্য বেনজির আহমদ

মো: আদনান হোসেন: [২] শনিবার দুপুরে ধামরাই সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজের (৬ তলা) একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

[৩] তিনি আরও বলেন, "সরিকারি এক ইঞ্চি জায়গা ও ছাড় দেওয়া হবে না, অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সরকারি কলেজের কাজে ব্যাবহার করা হবে, দৃষ্টি নন্দন সরকারি পার্ক তৈরি করা হবে"।

[৪] "সরকারি কলেজের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের অধীনে” ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিম মিয়ার সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়