শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় সাড়ে ১০ মাসে সর্বনিম্ন ২৯১ জন শনাক্ত, মারা গেছেন ১৩

সমীরণ রায় ও মহসীন কবির: [২] গত ৭ ফেব্রুয়ারি শনাক্ত ছিল ২৯২ জন। তাছাড়া গত বছরের ১৮ এপ্রিল ৩০৬ জন শনাক্ত হওয়ার পর এতো কম আর শনাক্ত হননি। অর্থাৎ গত ১০ মাস ১২ দিন পর এটাই সর্বনিম্ন শনাক্ত। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন।

[৩] শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৯৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৭১টি। এ পর্যন্ত ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৪] গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২.২৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪.৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার ৯০.১০ শতাংশ এবং মৃত্যু ১.৫৩ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ২৫৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭ জন।

[৫] বয়স বিশ্লেষণে অনুযায়ী, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১জন, ৩১-৪০ বছরের মধ্যে ১জন এবং ২১-৩০ বছরের মধ্যে ১জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১জন করে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়