শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় সাড়ে ১০ মাসে সর্বনিম্ন ২৯১ জন শনাক্ত, মারা গেছেন ১৩

সমীরণ রায় ও মহসীন কবির: [২] গত ৭ ফেব্রুয়ারি শনাক্ত ছিল ২৯২ জন। তাছাড়া গত বছরের ১৮ এপ্রিল ৩০৬ জন শনাক্ত হওয়ার পর এতো কম আর শনাক্ত হননি। অর্থাৎ গত ১০ মাস ১২ দিন পর এটাই সর্বনিম্ন শনাক্ত। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন।

[৩] শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৯৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৭১টি। এ পর্যন্ত ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৪] গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২.২৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪.৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার ৯০.১০ শতাংশ এবং মৃত্যু ১.৫৩ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ২৫৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭ জন।

[৫] বয়স বিশ্লেষণে অনুযায়ী, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১জন, ৩১-৪০ বছরের মধ্যে ১জন এবং ২১-৩০ বছরের মধ্যে ১জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ২জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১জন করে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়