শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মাদ রুবেল: যে দোষে জেনারেল জিয়া দোষী, সে দোষে অন্যরা সাধু!

মোহাম্মাদ রুবেল, ভিয়েনা থেকে : প্রিয় কর্নেল তাহেরকে কোরবানি দেওয়ায় পর জেনারেল জিয়াউর রহমান কাফফারা দিতে ভুল করেননি। তিনি রাষ্ট্রপতি পদে গদিনশীল হয়েই তাহের পরিবারের জন্য ঢাকার লালমাটিয়ায় একটা আবাসিক প্লট বরাদ্দ দেন। তাহেরের স্ত্রী ও তাহেরের বড় ভাইয়ের স্ত্রীকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেন। তারা জেনারেল জিয়াউর রহমানের এই দয়া দু’হাতে সাদরে গ্রহণ করেছিলেন। তাহেরের বড় ভাই আবু ইউসুফ যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হলেও জিয়াউর রহমানের দয়ায় বেশিদিন কারাগারে থাকেননি। তাহেরের ছোটভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাসদ - গণবাহিনীর ঢাকা নগরের কমান্ডার (কথিত বোমা আনোয়ার) ড.আনোয়ার হোসেনের ১০ বছরের সাজা হয়েছিল। তিনিও সাজা শেষ হওয়ার পূর্বে মুক্তি পেয়েছিলেন। শুধু তাই নয়, তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি ফিরে পান এবং আওয়ামীবিরোধী গোলাপী দলে যোগ দেন। পরে জিয়াপন্থীরা গোলাপী দল ভেঙে সাদা দল বানালে তিনি সাদা দলে যোগ দিয়ে ওই দলের সমর্থনে সিন্ডিকেট নির্বাচনে অংশ নেন। অধ্যাপক নেহাল করিম ড. আনোয়ারকে একবার জিজ্ঞেস করেছিলেন, যারা আপনার ভাইকে ফাঁসি দিলো, আপনি তাদের সঙ্গে যান কীভাবে? আনোয়ার জবাবে বলেছিলেন, অনেক কথা আছে, পরে বলবো। এরকম বহু উদাহরণ আছে যারা জিয়াউর রহমান কর্তৃক সুবিধাভোগী।

আমার প্রশ্ন, আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নিলে জিয়াউর রহমান কর্তৃক সুবিধা ভোগীদের বিষয়ে কী সিদ্ধান্ত  নেবে। শুনেছি, অন্যায়কারী, আশ্রয়দাতা, সুবিধাভোগী সব এক গোয়ালের গবাদি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি, তবে এই দলের জন্ম তৎকালীন সময়ে অনিবার্য ছিলো বলে আমি মনে করি। এই অঞ্চলে সব দলের জন্ম হয়েছে ক্ষমতার বৃত্তের বাইরে, রাজপথে অথবা আলোচনার টেবিলে। দলটি তৈরি হলো ক্ষমতার শীর্ষে থাকা একজন অরাজনৈতিক ব্যক্তির দ্বারা, যিনি সিদ্ধান্ত নিলেন রাজনীতি করবেন এবং তিনি রাজনীতি করলেন। বাংলাদেশে বিভাজনের রাজনীতির বিয়োগান্ত শিকার হয়েছেন যে কয়েকজন রাজনীতিবিদ, জিয়াউর রহমান তাদের একজন। তার সমালোচনা করা যাবে ঘণ্টার পর ঘণ্টা, লেখা যাবে পাতার পর পাতা। তিনি বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিলেও বঙ্গবন্ধুকে নেতা মানতেন এবং তার সম্পর্কে ইতিবাচক কথা বলতেন।

জেনারেল জিয়াউর রহমানের দুর্ভাগ্য তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে তার প্রাপ্য সম্মান দেয়নি, হয়তো আমরা বীরের সম্মান দিতে জানি না। কলকাতার ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের একজন মাত্র মুক্তিযোদ্ধার ছবি আছে, বুকের ওপর দুই হাত আড়াআড়ি করে দাঁড়ানো তিনি জিয়াউর রহমান। এখন আপনারা বলতে পারেন কোনো বীর যদি আদর্শচ্যুত হয় তাহলে তাকে বীর বলা সমীচীন হবে কি? ফেরেস্তা ক‚লের নেতা আযাজিল সবচেয়ে বেশি ইবাদত করেও আদর্শচ্যুতির কারণে তাকে শয়তান নাম ধারণ করতে হলো। আমি তাদের উদ্দেশে বলবো, বাল্মিকীর ইতিহাস পড়–ন যিনি ডাকাত হতে সাধু হয়েছিলেন। নিজাম উদ্দীন আউলিয়ার ঘটনাও অনুরূপ। শেষ ভালো যার সব ভালো তার। সবশেষ বিচারে কেন বলা যাবে না, হাজারো সমালোচনা থাকলেও জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবদান মিথ্যা হয়ে যায়না।

অনেকে আবার বলবেন, রাজাকার চিরদিন রাজাকার থাকলেও মুক্তিযোদ্ধা চিরদিন মুক্তিযোদ্ধা থাকে না। আমি বলবো, রাজনীতিবিদ জিয়াউর রহমানের আমরা হাজারো সমালোচনা করবো, প্রয়োজনে তাকে বয়কট করবো কিন্তু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে আমরা সম্মান না করে পারবোনা। কারণ আন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। লালন ফকিরের কয়েকটা গানের লাইন এই বিষয়ে প্রাসঙ্গিক। তাহলো ‘পন্ডিত কানা অহংকারে, মাতাব্বর কানা চোগলখোরে নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারবার’। ‘আমরা দেশবাসী দীর্ঘদিন ধরে নানা কিসিমের কানার পাল্লায় পড়েছি।

লালন প্রতীকী অর্থে একচোখা রাজনীতিবিদ (মাতবর) বুদ্ধিজীবী (পন্ডিত) প্রসঙ্গ টেনে গানটি বেঁধেছেন। আমাদের রাজনৈতিক সৌভাগ্যবানেরা গদিনশীল হওয়ার সাথে সাথেই যেমন খুশি তেমন সাজো খেলা খেলে। যে অপরাধে জিয়াউর রহমান দোষী সে একই অপরাধে বাকিরা নিরাপদ কেন থাকবে? এদেশে আদর্শের ধারাবাহিকতা কতোজন রাজনৈতিক ব্যক্তির আছে বা ছিল সেটা মানুষ জানে, মানুষ নিরীহ হতে পারে তবে জাহেল নয়, মানুষ বোবা হতে পারে তবে অন্ধ নয়। আমাদের পরিত্রান পেতে হলে অদৃষ্টবাদীর মতো আবার লালনকেই স্মরণ করে বলতে হবে, এসো দয়াল,পার করো ভবের ঘটে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়