শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০৩ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরির প্রতিশ্রুতিতে ডেকে এনে তরুণীকে গণধর্ষণ

ডেস্ক রিপোর্ট : চাকরি দেয়ার কথা বলে গ্রাম থেকে যশোর শহরে এনে এক তরুণীকে (২৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ভুক্তভোগী তরুণীর বাড়ি জেলার অভয়নগর উপজেলায় বলে জানা গেছে।

তার অভিযোগ, খুলনা ডুমুরিয়া এলাকার মানিক নামে এক পূর্বপরিচিত তরুণ চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার বিকেলে তাকে যশোর শহরে নিয়ে আসে। টার্মিনাল এলাকায় পৌঁছালে তার সঙ্গে যোগ দেন রিয়াজুল ও আনোয়ার নামে আরও দুজন। স্থানীয় একটি গ্যাসফিল্ডে চাকরি দেয়ার কথা বলে ওই তিনজন তাকে ইজিবাইকে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে রাতে বাহাদুরপুর এলাকায় নিয়ে যায়।

ওই তরুণী জানান, বাহাদুরপুর বাঁশতলা আবাসিক এলাকার প্রাচীরঘেরা একটি জায়গায় নিয়ে ওই তিনজন তাকে ধর্ষণ করে। এ সময় চিৎকার করলে অভিযুক্তরা তাকে হত্যার চেষ্টা করে। আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ওই তিনজন পালিয়ে যায়।

পরে জ্ঞান ফিরলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহান ও অমিয় দাস জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহম্মেদ বলেন, ধর্ষণের ঘটনায় একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা তাকে দেখছেন। প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত করে সবকিছু বলা যাবে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়