মোবারক হোসেন: [২] খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শেষ মূহুর্তের প্রচার প্রচারণায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।
[৩] পৌর নির্বাচনে যথারীতি জাতীয় নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে শুক্রবার রাত ১২টা থেকে নির্বাচনের সকল ধরণের প্রচারণা মিছিল মিটিং সমাবেশ বন্ধ থাকবে।
[৪] নির্বাচনী সহিংসতা রোধে দেয়া হচ্ছে চার স্তরের নিরাপত্তা। তাছাড়া ৯টি কেন্দ্রের জন্য ৯জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচন কালীন দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন, ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৬জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চুড়ান্ত ভাবে মেয়র পদে প্রতিদ্বন্দি¦তা করছেন ৩জন মেয়র প্রার্থী।
[৫] আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়বেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান মেয়র মো.সামছুল হক। মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির মনোনিত প্রার্থী মোঃ শাহজালাল কাজল ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ।
[৬] মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়বেন মাটিরাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম।
[৭] এদিকে মাটিরাঙ্গা পৌর নির্বাচন প্রভাবিত ও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপির কার্যালয়ে মেয়র প্রার্থী শাহ জালাল কাজলের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
[৮] জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনের দিন ৯ কেন্দ্রে ক্ষমতাসীন দলের সাবেক কর্মীদের প্রিজাইডিং সহ সংশ্লিষ্ট কাজে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র দখল সহ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।
[৯] মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৫৯ জন। পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণ করা হবে ব্যালটের মাধ্যমে। -সম্পাদনা: আঞ্জুমান আরা