সুজন কৈরী : রাজধানীর কামরাঙ্গীরচরের নোয়াগাঁও এলাকায় আমজাদ গ্রীল এন্ড গিজার কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল গিজার উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- জাবের (৩২), সাগর (২৮) ও রবিউল (২৭)। তারা অনুমোদনহীন নকল গিজার উৎপাদন ও বিক্রি করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলো বলে জানিয়েছে সিআইডি ।
শুক্রবার সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক জানান, গত বুধবার রাতে ওই কারখানায় অভিযানটি চালিয়েছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের দুটি টিম। এ সময় কারখানা থেকে এরিওসটোন ইঞ্জিনিয়ারিং গিজার লেভেল লাগানো বড় ১০টি গিজার, এটিস্টোন ইলেক্ট্রিক ওয়াটার হিটার (থিঙ্ক কমফোর্ট) লেভেল লাগানো ৭টি গ্যালন, সিটি গোল্ড ওয়াটার হিটার লেভেল লাগানো বড় ৩টি গিজার, এএম ইঞ্জিনিয়ারিং গিজার ইলেক্ট্রিক ওয়াটার হিটার প্লিটার বড় দুটি গিজার, স্টিকার ছাড়া বড় ১১৩টি গিজার এবং নকল গিজার তৈরীর বিপুল পরিমান যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
সিনিয়র এএসপি জিসানুল হক জানান, গ্রেপ্তাকৃতরা সরকারি কোনও অনুমােদন না নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে স্থানীয় পর্যায়ে কোনও প্রকার পণ্যের মান নিয়ন্ত্রণ না করে নকল গিজার উৎপাদন ও বিপনন করছিলো। নকল গিজারগুলোতে বিভিন্ন বিদেশী ৩১ দশমিক ৬ ক্যাপোটা ফ্যাট স্টীকার ব্যবহার করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে প্রতারণা করছিলো। এসব নকল গিজার ব্যবহারে সাধারন মানুষ যেকোনো সময় বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে।
সিআইডির এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় বৃহস্পতিবার মামলা হয়েছে। এতে গ্রেপ্তার তিনজন ছাড়াও আমজাদ হোসেন ও রিপন মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। -সম্পাদনা: ফরহাদ বিন নূর