মো.রাইসুল ইসলাম : [২] এ সম্মেলন ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) হতে যাচ্ছে উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান।
[৩] উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন শেখের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস ছামাদ খান তালুকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
[৪] উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ জানান, সম্মেলনে সভাপতি পদে ৫জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্পাদনা: জেরিন