শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪০ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনগরে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ : আহত ২০ জন

স্বপন দেব : মৌলভীবাজারের রাজনগরে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০৩ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা সাহাজান খান ও ৮ নং মনসুর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনগর উপাজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বখত এর মধ্যে সরকারে উন্নয়ন মূলক বরাদ্ধ নিয়ে দ্বন্ধ চলে আসছে।

এর জের ধরে বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) দুপুর ১ টার পর থেকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ রাজনগর উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন। এসময় একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ সহ দেশীয়অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় তারেক আহমদ নামের একজন গুলিবিদ্ধ হন আর ২০ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকরিয়া।

ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়