মোস্তাফিজুর রহমান: কদমতলী থানাধীন পূর্ব জুরাইন নবারুণ গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৫০)নামের এক পুলিশের সোর্স খুন হয়েছে। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা মজিবুর রহমান মোহন(৪০) নামের আরেক যুবক আহত হয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি)রাত সাতটায় এ ঘটনাটি ঘটে।সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার উপ-পরিদর্শক এসআই রফিকুল ইসলাম,তিনি বলেন জুরাইন নবারুণ গলিতে ছুরিকাঘাতে আহত অবস্থায় দুজনই পড়েছিল। খবর পেয়ে
আহত অবস্থায় দু জনকে উদ্ধার করে রাত পনে নয়টা ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহত যুবক চিকিৎসাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
আহত মজিবর জানান, জাকির পুলিশের সোর্স ছিলেন।পূর্ব জুরাইনের নবারুণ গলিতে লিটন নামে এক যুবক জাকির কে সন্ধ্যায় ফোন দেয় ওই এলাকায় ডাকাতের দল ধরে দিবে বলে পরবর্তীতে ওই এলাকায় গেলে। মাদক ব্যবসায়ী স্বপন, শুকুর, ও লিটন সহ ১৫/২০ জন ধারালো ছুরি দিয়ে জাকিরকে বুকের, পাঁজরে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে আমি এগিয়ে গেলে আমাকেও বাম চোখের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে নিহতের ছেলে শান্ত ইসলাম ঢামেকে ছুটে আসেন, তিনি বলেন আমার বাবা কদমতলী থানা পুলিশের সিএনজি চালাতেন। খবর পাই জুরাইনে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে গুরুতর আহত করেছে। পরে মেডিকেলে এসে বাবাকে অবস্থায় দেখতে পাই।
মৃত জাকির হোসেন বাগেরহাটের মৃত নেছার আলি মৃধার ছেলে।বর্তমানে কদমতলীর রায়েরবাগ মদিনাবাগে পরিবারের সাথে ভাড়া বাসায়থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।