শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মহামারীকে কেন্দ্র করে এশিয়ান বংশোদ্ভূত মার্কিনিদের ওপর বেড়েছে হামলা

ইমরুল শাহেদ: [২] অকল্যান্ডের উপকূলীয় ধারণ করা অন্তত তিনটি ভিডিওতে দেখা যায়, বিনা উস্কানিতেই এসব হামলার ঘটনা ঘটছে। সিএনএন

[৩] সোমবার অকল্যান্ডের চায়নাটাউনে আলামেডা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ন্যান্সি ও’মলে এক সংবাদ সম্মেলনে বয়স্ক এশিয়ান বিরোধী যেসব অপরাধ সংঘটিত হচ্ছে তা মাথায় রেখে একটি বিশেষ রেস্পন্স ইউনিট গঠনের ঘোষণা করেছেন।

[৪] তিনি বলেছেন, ‘এশিয়ানদের লক্ষ্য করে অপরাধ কার্যক্রম বাড়ছে, বিশেষ করে চীনা বংশোদ্ভূত এশিয়ানদের ওপর। তাদের সকলেই আলামেডা কাউন্টিতে বসবাস করেন এবং কাজও করেন। এটা মেনে নেওয়া যায় না।’

[৫] গত সপ্তাহে অকল্যান্ডের চায়নাটাউনের মতো উত্তর ক্যালিফোর্নিয়ায়ও দুটি হামলার ঘটনা ঘটেছে।

[৬] সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি চেলসা বওদিন বলেছেন, গত ২৮ জানুয়ারি সান ফ্রান্সিসকোর রাস্তায় সকাল বেলায় হাটতে বের হওয়া থাইল্যান্ডের ৮৪ বয়স্ক ভিচা রতনাপাকদি নামে একজনের ওপর আকস্মিকভাবে হামলা চালানো হয়। তাতে তিনি মারা যান। এই ঘটনায় সন্দেহভাজন খুনী হিসেবে ১৯ বছরের একজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

[৭] পুলিশ জানিয়েছে, ৩১ জানুয়ারি অকল্যান্ড চায়নাটাউনের পাশ্ববর্তী একটি এলাকায় ৯১ বছর বয়স্ক একজন বৃদ্ধ, ৬০ বছর বয়সী একজন পুরুষ ও ৫৫ বছর বয়সী একজন মহিলাকে প্রবলভাবে ধাক্কা মারা হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়