শিরোনাম
◈ পাল্টা হামলা চালালো ভেনেজুয়েলা, ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান ◈ ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি: আসিফ নজরুল ◈ ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতাকে ছাড়াতে থানা ঘেরাও (ভিডিও) ◈ শাহরুখ খা‌নের কেকেআর থেকে মুস্তাফিজ বাদ পড়তেই উচ্ছ্বসিত ভার‌তের ক্ষমতাসীন দল বিজেপি  ◈ সামরিক অভিযানে আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান ◈ রাজধানীর ১৫ আসনে ৬২ জনের মনোনয়ন বাতিল ◈ যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা ◈ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: মার্চ-এপ্রিলে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা (ভিডিও) ◈ প্রার্থিতা বাতিল: আপিলের জন্য ৭ নির্দেশনা জারি নির্বাচন কমিশনের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৫ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাসানটেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যক্রম ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে পরিদর্শনে আমন্ত্রণ জানানোর সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ, কে, আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, নিজাম উদ্দিন জলিল (জন), কাজী নাবিল আহমেদ, মো. হাবিবে মিল্লাত এবং মো. আব্দুল মজিদ খান অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানী উন্নয়ন ব্যুরোর প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশের রপ্তানীর পরিসংখ্যান সম্পর্কিত প্রতিবেদনের উপর আলোচনা হয়। বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশী মিশনগুলোকে সম্পৃক্ত করে পণ্য রপ্তানির টার্গেট নির্ধারণের পাশাপাশি পণ্য ও বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সুপারিশ করেছে।

[৫] বৈঠকে ভারত থেকে কোভিড-১৯ ভ্যাক্সিন পাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিবাদন জানানো হয়। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভ্যাক্সিন আমদানির উদ্যোগ গ্রহণ এবং ভারত থেকে ভ্যাক্সিন আনার প্রক্রিয়াটি চলমান রাখতে তদারকি করার সুপারিশ করা হয়।

[৬] বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। জাতিসংঘ এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের ভাসানটেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে ইথিওপিয়ায় বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এসময় কমিটি উভয় দেশের মধ্যে বাণিজ্যিক-অর্থনৈতিক-রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার সুপারিশ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়