শিরোনাম
◈ ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ ◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৫ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাসানটেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যক্রম ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে পরিদর্শনে আমন্ত্রণ জানানোর সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৩] বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ, কে, আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, নিজাম উদ্দিন জলিল (জন), কাজী নাবিল আহমেদ, মো. হাবিবে মিল্লাত এবং মো. আব্দুল মজিদ খান অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানী উন্নয়ন ব্যুরোর প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশের রপ্তানীর পরিসংখ্যান সম্পর্কিত প্রতিবেদনের উপর আলোচনা হয়। বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশী মিশনগুলোকে সম্পৃক্ত করে পণ্য রপ্তানির টার্গেট নির্ধারণের পাশাপাশি পণ্য ও বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সুপারিশ করেছে।

[৫] বৈঠকে ভারত থেকে কোভিড-১৯ ভ্যাক্সিন পাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিবাদন জানানো হয়। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভ্যাক্সিন আমদানির উদ্যোগ গ্রহণ এবং ভারত থেকে ভ্যাক্সিন আনার প্রক্রিয়াটি চলমান রাখতে তদারকি করার সুপারিশ করা হয়।

[৬] বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। জাতিসংঘ এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের ভাসানটেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে ইথিওপিয়ায় বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এসময় কমিটি উভয় দেশের মধ্যে বাণিজ্যিক-অর্থনৈতিক-রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার সুপারিশ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়