শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলজাজিরার ডকুমেন্ট দশ দিনেও অপসারণ করা গেলো না কেন: প্রশ্ন হাইকোর্টের

নূর মোহাম্মদ: [২] হাইকোর্ট শুনানিতে বলেছেন, সুনির্দিষ্ট আইন থাকার পরও গত দশদিনে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও অপসারণ করা গেলো না। এখন তো দেশ ও বিদেশের কোটি কোটি লোক এটা প্রত্যক্ষ করেছে। এখন এটা অপসারণ করা না করা একই কথা। আর আইন থাকার পর আদেশের দরকার কি?

[৩] হাইকোর্ট বলেন, এটা সত্য যে, আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ ডকুমেন্টরিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানহানি হয়েছে। ১০ দিনেও বিটিআরসি যদি এ ব্যাপারে পদক্ষেপ নিতে না পারে তাহলে তাদের কাজটা কি? তারা ওখানে বসে আছে কেন?

[৪] আদালত বলেন, আমরা দেখছি সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কিছু করলে তাকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়। এখানে ভিডিও সড়াতে পারলোনা কেন?

[৫] তখন বিটিআরসির আইনজীবী রেজা ই রাকিব বলেন, আদালতের আদেশ দিয়ে আল জাজিরার সম্প্রচার বন্ধ করা সম্ভব নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে এ সংক্রান্ত ডকুমেন্টারি প্রচার না করা হয় সেজন্য পদক্ষেপ নিতে আদালত আদেশ দিতে পারে। যেমনটা নোয়াখালীর এক নারীর নির্যাতনের ঘটনায় দেওয়া হয়েছিলো।

[৬] ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী বলেন, বিটিআরসির উচিত ছিলো পদক্ষেপ নেয়া কিন্তু এক্ষেত্রে তারা নিষ্ক্রিয়তা দেখিয়েছে। আর আরও পর্ব আসতে পারে তাই আদেশ থাকলে ভাল হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়