শিরোনাম
◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী ◈ মাকে দেখতে রাতে এভারকেয়ারে তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম? ◈ প্রটোকল ছাড়াই ঢাকা সফরে শীর্ষ তালেবান নেতা, ব্যাপক সমালোচনা ◈ বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত: ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ (ভিডিও) ◈ পিঠা বিক্রেতা দম্পতির নামে আয়কর রিটার্নের চিঠি, রহস্য কী? (ভিডিও) ◈ শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক ◈ রিপন মন্ডলের ঝড়েই ধসে গেল নোয়াখালী, রাজশাহীর সহজ জয়

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগতি পৌরসভা নির্বাচনে বিএনপি-জাপার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

জাহাঙ্গীর লিটন : [২] প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকা মার্কার সমর্থকরা ধানের শীষ ও নাঙ্গল মার্কার প্রচারে কয়েক দফা বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির সমর্থিত প্রার্থী সাহেদ আলী পটু ও জাতীয় পার্টির আলমগীর হোসেন।

[৩] এ ব্যাপারে ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী সাহেদ আলী পটু বাদী হয়ে প্রধান নির্বাচন কমিশনার ও লক্ষ্মীপুর জেলা রিটার্নিং অফিসার বরাবর পৃথক দুইটি অভিযোগ দায়ের করেন।

[৪] অভিযোগ সূত্রে জানাযায়, রোববার পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাকছুদকে নৌকা মার্কার সমর্থকরা হুমকি দিয়ে বলেন, ভোট কেন্দ্র না আসার জন্য। গত দুই দিন ধরে ধানের শীষের কর্মীদের নানা হুমকি-ধমকি দিয়ে আসছে নৌকার সমর্থকরা। সোমবার রাতে আলেকজান্ডার বাজারে জাতীয় পার্টির আলমগীর হোসেন ঘোড়ার গাড়ি নিয়ে প্রচারে নামলে নৌকার সমর্থকরা গাড়ীর তার ছিড়ে ফেলে বলে অভিযোগ করেন মেয়র পার্থী আলমগীর হোসেন। তারা বলেন নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান মেয়র এম মেজবাহ উদ্দীন মেজুর সমর্থকরা দুই তিন দিন ধরে ধানের শীষ ও লাঙ্গল মার্কার প্রচার কাজে ব্যাপক বাধা দিয়ে আসছে। তারা সম্পুর্ন গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছেন তারা। ভোট গ্রহণের আগেই এলাকা ছেড়ে না গেলে দুই প্রার্থীদের ওপর হামলার পাশাপাশি মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি-ধমকি সহ নির্বাচনী প্রচার কাজে ব্যাপক বাধা দেওয়ার অভিযোগ করেন এই দুই মেয়র প্রার্থী।

[৫] উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী এম মেছবাহ উদ্দীন মেজু বলেন, কোনো বিশৃঙ্খলায় বিশ্বাস করিনা আমরা। কোন অরাজকতায় বিশ্বাসী নই। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

[৬] রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোলাইমান গণমাধ্যম কর্মীদেরকে জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[৭] উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। উধর্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন তা আমরা বাস্তবায়ন করবো।

[৮] এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মোমিন বলেন, এই দুই মেয়র প্রার্থী মৌখিক ভাবে অভিযোগ গুলো আমাকে জানিয়েছেন। তবে লিখিত ভাবে অভিযোগ পেলে প্রচার কাজে বাধা সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়