শিরোনাম
◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগতি পৌরসভা নির্বাচনে বিএনপি-জাপার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

জাহাঙ্গীর লিটন : [২] প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকা মার্কার সমর্থকরা ধানের শীষ ও নাঙ্গল মার্কার প্রচারে কয়েক দফা বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির সমর্থিত প্রার্থী সাহেদ আলী পটু ও জাতীয় পার্টির আলমগীর হোসেন।

[৩] এ ব্যাপারে ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী সাহেদ আলী পটু বাদী হয়ে প্রধান নির্বাচন কমিশনার ও লক্ষ্মীপুর জেলা রিটার্নিং অফিসার বরাবর পৃথক দুইটি অভিযোগ দায়ের করেন।

[৪] অভিযোগ সূত্রে জানাযায়, রোববার পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাকছুদকে নৌকা মার্কার সমর্থকরা হুমকি দিয়ে বলেন, ভোট কেন্দ্র না আসার জন্য। গত দুই দিন ধরে ধানের শীষের কর্মীদের নানা হুমকি-ধমকি দিয়ে আসছে নৌকার সমর্থকরা। সোমবার রাতে আলেকজান্ডার বাজারে জাতীয় পার্টির আলমগীর হোসেন ঘোড়ার গাড়ি নিয়ে প্রচারে নামলে নৌকার সমর্থকরা গাড়ীর তার ছিড়ে ফেলে বলে অভিযোগ করেন মেয়র পার্থী আলমগীর হোসেন। তারা বলেন নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান মেয়র এম মেজবাহ উদ্দীন মেজুর সমর্থকরা দুই তিন দিন ধরে ধানের শীষ ও লাঙ্গল মার্কার প্রচার কাজে ব্যাপক বাধা দিয়ে আসছে। তারা সম্পুর্ন গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছেন তারা। ভোট গ্রহণের আগেই এলাকা ছেড়ে না গেলে দুই প্রার্থীদের ওপর হামলার পাশাপাশি মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি-ধমকি সহ নির্বাচনী প্রচার কাজে ব্যাপক বাধা দেওয়ার অভিযোগ করেন এই দুই মেয়র প্রার্থী।

[৫] উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি এ পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী এম মেছবাহ উদ্দীন মেজু বলেন, কোনো বিশৃঙ্খলায় বিশ্বাস করিনা আমরা। কোন অরাজকতায় বিশ্বাসী নই। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

[৬] রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোলাইমান গণমাধ্যম কর্মীদেরকে জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[৭] উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। উধর্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন তা আমরা বাস্তবায়ন করবো।

[৮] এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মোমিন বলেন, এই দুই মেয়র প্রার্থী মৌখিক ভাবে অভিযোগ গুলো আমাকে জানিয়েছেন। তবে লিখিত ভাবে অভিযোগ পেলে প্রচার কাজে বাধা সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়