মাহামুদুল পরশ: [২]সীমান্তে রুশ আগ্রাসনের বিরুদ্ধে বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
[৩] নরওয়ের ওরল্যান্ড বিমান ঘাটিতে চারটি বি-ওয়ান বম্বার এবং ২০০ মার্কিন সেনা মোতায়ন করা হচ্ছে।একাধিক সামরিক কর্মকর্তার মতে আগামি তিন সপ্তাহের মধ্যে রাশিয়ার উত্তর পশ্চিম সীমান্ত এবং আর্কটিক সার্কেলের আন্তর্জাতিক আকাশ সীমানায় অনুশিলন মিশন শুরু করবে যুক্তরাষ্ট্র। সিএনএন
[৪]উক্ত পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার সঅমান্ত আগ্রাসনের বিপরীতে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখানো সম্ভব বলে মনে করেন ইউরোপ এবং আফ্রিকার মার্কিন বিমান বাহিনির কমান্ডার জেফ হ্যারিগেন।
[৫]গতমাসের শেষের দিকে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে প্রথম ফোনআলাপ করেন এবং কথোপকথনে সাম্প্রতিক সময়ের সাইবার হামলা এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল