শিরোনাম
◈ কমনওয়েলথ গেমস আ‌য়োজ‌নের দা‌য়িত্ব পে‌লো ভারত, ভেন‌্যু আহমেদাবাদ  ◈ বাহরাইনকে হারিয়ে এ‌শিয়ান কা‌পের মূলপ‌র্বের কাছাকা‌ছি  বাংলাদেশ ◈ চীনের সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে ◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশসহ পাঁচটি দেশ থেকে শিশু দত্তক নেয়ায় অনিয়ম: দত্তক স্থগিত করেছে নেদারল্যান্ডসের সরকার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সহ পাঁচটি দেশ থেকে বিদেশী শিশুদের দত্তক নেবার ক্ষেত্রে নিয়মকানুন লঙ্ঘন করা হচ্ছে - এ মর্মে এক রিপোর্ট প্রকাশের পর এই পদক্ষেপ নিয়েছে ডাচ সরকার।

দত্তক নেয়ার মাধ্যমে নেদারল্যান্ডসের নাগরিক হয়েছেন - এমন একজন ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত নারী বিদিয়া অস্তুতি বোয়ের্মা ডাচ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সরকারের গঠিত একটি বিশেষ কমিটি দু'বছর ধরে তদন্তের পর ওই রিপোর্টটি দিয়েছে - যা সোমবার প্রকাশ করা হয়। এতে বলা হয়, ১৯৬৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মোট ৩০ বছরে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কলম্বিয়া এবং শ্রীলংকা থেকে যে শিশুদের দত্তক নেয়া হয়েছিল - তার প্রক্রিয়ায় গুরুতর লংঘনের দৃষ্টান্ত পাওয়া গেছে।

রিপোর্টে বলা হয়, এর মধ্যে অপহরণ, শিশু পাচার, দলিলপত্র জালিয়াতি ও চুরি, এবং মিথ্যা কারণ দেখিয়ে দত্তক নেবার মত ঘটনাও রয়েছে।

এক সংবাদ সম্মেলনে আইনী সুরক্ষা সংক্রান্ত ডাচ মন্ত্রী স্যান্ডার ডেকার বলেছেন, ডাচ সরকার বহু বছর ধরে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বা কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং আন্ত:রাষ্ট্রীয় দত্তক গ্রহণের প্রক্রিয়া লংঘনের ব্যাপারটি উপেক্ষা করেছে।

ডাচ সরকার এজন্য দত্তক নেয়া শিশুদের কাছে দু:খ প্রকাশও করেছে।মি. ডেকার বলেছেন, বহু বছর ধরে সন্দেহজনক অনিয়ম বা অনাচারের ঘটনায় সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তদন্ত কমিটি দেখতে পেয়েছে যে দারিদ্র্যের কারণে অনেক নারীকে তাদের শিশুকে দত্তক দিতে বাধ্য করা হয় এবং অনেকক্ষেত্রে জাল কাগজপত্রও ব্যবহার করা হয়।

এই কমিটি বলছে, এসব অবৈধ দত্তকগ্রহণের কিছু ঘটনায় বিভিন্ন দেশে নেদারল্যান্ডসের দূতাবাস বা কনস্যুলেটে কর্মকর্তারা জড়িত ছিলেন বলে জানা গেছে। তারা এ সংক্রান্ত দলিলপত্র 'যত্নের সাথে পরীক্ষা করে দেখেননি' বলে উল্লেখ করা হয়।

তবে এক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোন ঘুষ গ্রহণ বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। ইন্দোনেশিয়া থেকে দত্তক নেয়ার মাধ্যমে ডাচ নাগরিক হয়েছেন - এমন একজন হলেন বিদিয়া অস্তুতি বোয়ের্মা ।

তিনি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মিজ বোয়ের্মা বলেন, তিনি একে স্বাগত জানাচ্ছেন কারণ পদ্ধতিটির ব্যাপক সংশোধন করা দরকার - যেহেতু এটি এখনো আর্থিক প্রণোদনাভিত্তিক রয়ে গেছে এবং তা শিশু পাচারে উদ্বুদ্ধ করে।

সূত্র : বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়