স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখার মিশনে দারুণ শুরু পেয়েছেন নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে তিনি সহজেই হারিয়েছেন ফ্রান্সের জেরেমি শারদিকে।
[৩] সোমবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে এই আসর। করোনা মহামারির কারণে এবার নির্দিষ্ট সময়ের থেকে তিন সপ্তাহ পিছিয়ে আয়োজন করতে হয়েছে আসরটি। প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জকোভিচ এদিন ৬-৩, ৬-১, ৬-২ গেমে জয় তুলে নেন।
[৪] প্রথম রাউন্ডে ছেলেদের এককে আরো জয় পেয়েছেন অস্ট্রিয়ান তৃতীয় বাছাই ডমিনিক টিম, জার্মানির ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভ ও অস্ট্রেলিয়ার নিক কিরগিওস। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ফ্রান্সের দশম বাছাই গায়েল মঁফিস। - ডব্লিউটিএফ/ দেশরূপান্তর