শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেয়ারে বসা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

ডেস্ক রিপোর্ট : নাটোরে চেয়ারে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত সাতজন আহত হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কম্বল বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (৭ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই এলাকায় কম্বল বিতরণ করতে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালামের সমর্থকদের সাথে সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সমর্থকদের বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর উভয় পক্ষ লাঠি-সোটা ও চেয়ার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, তিনি আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। পরিল্পিতভাবে তার সমর্থকদের পাঁচটি বাড়ি-ঘরে হামলা করা হয়েছে।

বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, মামুন সমর্থকরাই তার কর্মীদের উপর হামলা করেছে। তার কোন কর্মী কারো বাড়িঘরে হামলা করেনি বলেও জানান তিনি।
সূত্র- জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়