সালেহ্ বিপ্লব: [২] অবসকিউরের লিড ভোকাল সোমবার দুপুরে ফোনালাপে বললেন, কবে নিবন্ধন হবে, কবে টিকা পাবো জানি না।
[৩] অধীর আগ্রহে নিবন্ধনের অপেক্ষায় যখন আমার নাম আসবে, দেরি না করে টিকা নিয়ে নেবো।
[৪] তিনি বলেন, টিকা নিলেও করোনা থেকে ১০০ ভাগ মুক্তি মিলবে কি না, জানি না। তবে এই যে ভ্যাকসিন এসেছে, এটা কিন্তু একটা আশার আলো। মানুষ একটা ভরসা পেয়েছে। তাই আমি সবাইকেই বলবো, নিবন্ধন করে টিকা নিয়ে নিন।
[৫] কণ্ঠশিল্পী টিপু বলেন, বিশেষ করে বয়স্ক মানুষদের উদ্দেশ্যে বলবো, যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন। যতো তাড়াতাড়ি মানুষ সুস্থ হতে থাকবে, ততোই কমে আসবে সংক্রমণের ঝুঁকি।