শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনন্ত জলিলের ‘নেত্রী-দ্য লিডার’, ২৭ ফেব্রুয়ারি ছবির অভিনয়শিল্পীদের পরিচিতি পর্ব

মনিরুল ইসলাম: [২] অভিনেতা, প্রযোজক অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ছবি ‘নেত্রী-দ্য লিডার’ । বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনার করবেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব।

[৩] রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনন্ত জলিল।

[৪] সংবাদ সম্মেলনে জানানো হয়, ছবিতে একজন নেত্রীর চরিত্রে অভিনয় করবেন নায়িকা বর্ষা । আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ।

[৫] ছবির গল্প নিয়ে অনন্ত জলিল বলেন, সিলেট অঞ্চলের একটি রাজনৈতিক পরিবারের গল্পে ছবিটি নির্মাণ করা হচ্ছে। একজন নেতার মেয়ের চরিত্রে অভিনয় করছেন বর্ষা; বাবার মৃত্যুর পর তিনি রাজনীতিতে যুক্ত হবেন।

[৬] ২৭ ফেব্রুয়ারি ছবির অভিনয়শিল্পীদের পরিচিতি পর্ব শেষে ২৮ ফেব্রুয়ারি থেকে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণ চলবে; পরে তুরস্কে দৃশ্যধারণ হবে।

[৭] তিনি জানান, ছবিতে বেশ কয়েকজন ভারতীয় অভিনেতার অভিনয়ের কথা রয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রদীপ রাওয়াত ও কবির দুহান সিং।আরেক অভিনেতা রবি কিষানের থাকার কথা থাকলেও পরবর্তীতে তার স্থলে আরেক অভিনেতা তরুণ অরোরাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান অনন্ত জলিল।

[৮] প্রযোজনার পাশাপাশি ছবির বাংলাদেশ অংশের পরিচালনার দায়িত্বে থাকছেন অনন্ত জলিল, তুরস্ক থেকেও একজন পরিচালক থাকার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়