শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনন্ত জলিলের ‘নেত্রী-দ্য লিডার’, ২৭ ফেব্রুয়ারি ছবির অভিনয়শিল্পীদের পরিচিতি পর্ব

মনিরুল ইসলাম: [২] অভিনেতা, প্রযোজক অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ছবি ‘নেত্রী-দ্য লিডার’ । বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনার করবেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব।

[৩] রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনন্ত জলিল।

[৪] সংবাদ সম্মেলনে জানানো হয়, ছবিতে একজন নেত্রীর চরিত্রে অভিনয় করবেন নায়িকা বর্ষা । আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ।

[৫] ছবির গল্প নিয়ে অনন্ত জলিল বলেন, সিলেট অঞ্চলের একটি রাজনৈতিক পরিবারের গল্পে ছবিটি নির্মাণ করা হচ্ছে। একজন নেতার মেয়ের চরিত্রে অভিনয় করছেন বর্ষা; বাবার মৃত্যুর পর তিনি রাজনীতিতে যুক্ত হবেন।

[৬] ২৭ ফেব্রুয়ারি ছবির অভিনয়শিল্পীদের পরিচিতি পর্ব শেষে ২৮ ফেব্রুয়ারি থেকে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণ চলবে; পরে তুরস্কে দৃশ্যধারণ হবে।

[৭] তিনি জানান, ছবিতে বেশ কয়েকজন ভারতীয় অভিনেতার অভিনয়ের কথা রয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রদীপ রাওয়াত ও কবির দুহান সিং।আরেক অভিনেতা রবি কিষানের থাকার কথা থাকলেও পরবর্তীতে তার স্থলে আরেক অভিনেতা তরুণ অরোরাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান অনন্ত জলিল।

[৮] প্রযোজনার পাশাপাশি ছবির বাংলাদেশ অংশের পরিচালনার দায়িত্বে থাকছেন অনন্ত জলিল, তুরস্ক থেকেও একজন পরিচালক থাকার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়