মোঃআদনান হোসেন : [২] রোববার সকালে সারাদেশে এক যোগে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টায় স্বাস্থ্য মন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন এর ভিডিও কনফারেন্সের শেষে সারা দেশে এই টিকা কার্যক্রম শুরু হয়।
[৩] তারই ধারাবাহিকতায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
[৪] টিকা কার্যক্রম শুরুতে প্রথম কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহণ করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, দ্বিতীয় ভ্যাক্সিন গ্রহণ করেন সাবেক বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ সুকুমার রায়, ডাঃ সুকুমার রায় এর সহধর্মিণী, টিকা গ্রহণ করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী শামসুদ্দিন, আলতাফ সহ মোট ২০ জন।
[৫] কোভিড ১৯ এর টিকা গ্রহনের পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, আমি টিকা নিয়েছি এবং ভালো আছি আমি কোন রকম সমস্যা অনুভব করছি না। আপনারাও এই কোভিড-১৯ এর টিকা গ্রহণ করুন।
[৬] ইতিমধ্যেই যারা টিকার জন্য নিবন্ধন করেছেন আমরা তাদেরকে টিকা গ্রহণের জন্য আমন্ত্রণ করেছি, যারা নিবন্ধন করেননি তাদের আমরা নিবন্ধনের জন্য হাসপাতালে আলাদা করে রেজিষ্ট্রেশন কর্ণার খুলেছি সেখানেও আপনারা রেজিষ্ট্রেশন করতে পারেন।
[৭] রেজিষ্ট্রেশনের জন্য সাথে মোবাই ফোন ও NID কার্ড আনতে হবে। এসময় যারা কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন তারা সকলেই সুস্থ আছেন বলেও জানান তিনি।