শিরোনাম
◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ বছর জেল খেটে মুক্তি পেলেন আল-জাজিরার সাংবাদিক

ডেস্ক নিউজ: চার বছর কারাবাসের পর মিসরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হোসাইন। কোনো আনুষ্ঠানিক অভিযোগ এবং বিচার ছাড়াই তাকে এত দিন আটক করে রেখেছিল মিসরের সরকার। ২০১৬ সালের ডিসেম্বরে মাহমুদকে আটক করা হয়।

তার মুক্তি পাওয়ার বিষয়টি শনিবার (৬ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে আল-জাজিরা। সময় টিভি

মাহমুদ হোসাইনের মুক্তির পরপরই আল-জাজিরার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ সাংবাদিক মাহমুদের কারামুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, তার এই মুক্তি সত্যের মুহূর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক মাইলফলক।

জানা গেছে, মাহমুদ হোসাইন ৯ সন্তানের জনক। প্রায় এক দশক ধরে তিনি বিভিন্ন আরবি চ্যানেলে কাজ করেছেন। প্রথমে তিনি আল-জাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। পরে চ্যানেলটির সঙ্গে ২০১০ সালে প্রথমে কায়রো এবং পরে দোহায় ফুলটাইম কাজ শুরু করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে ৫৪ বছর বয়সী এই সাংবাদিককে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর আটক করা হয়। ছেড়ে দেওয়ার আগে আইনজীবীর অনুপস্থিতিতে তাকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন ফের আটক করা হয়।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘ভুয়া খবর ছড়ানো এবং দেশের সুনাম ক্ষুণ্ন করতে বিদেশি কর্তৃপক্ষ থেকে অর্থ নেওয়ার’ প্রকাশ্যে অভিযোগ করে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়