শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ বছর জেল খেটে মুক্তি পেলেন আল-জাজিরার সাংবাদিক

ডেস্ক নিউজ: চার বছর কারাবাসের পর মিসরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হোসাইন। কোনো আনুষ্ঠানিক অভিযোগ এবং বিচার ছাড়াই তাকে এত দিন আটক করে রেখেছিল মিসরের সরকার। ২০১৬ সালের ডিসেম্বরে মাহমুদকে আটক করা হয়।

তার মুক্তি পাওয়ার বিষয়টি শনিবার (৬ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে আল-জাজিরা। সময় টিভি

মাহমুদ হোসাইনের মুক্তির পরপরই আল-জাজিরার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ সাংবাদিক মাহমুদের কারামুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, তার এই মুক্তি সত্যের মুহূর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক মাইলফলক।

জানা গেছে, মাহমুদ হোসাইন ৯ সন্তানের জনক। প্রায় এক দশক ধরে তিনি বিভিন্ন আরবি চ্যানেলে কাজ করেছেন। প্রথমে তিনি আল-জাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। পরে চ্যানেলটির সঙ্গে ২০১০ সালে প্রথমে কায়রো এবং পরে দোহায় ফুলটাইম কাজ শুরু করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে ৫৪ বছর বয়সী এই সাংবাদিককে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর আটক করা হয়। ছেড়ে দেওয়ার আগে আইনজীবীর অনুপস্থিতিতে তাকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন ফের আটক করা হয়।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘ভুয়া খবর ছড়ানো এবং দেশের সুনাম ক্ষুণ্ন করতে বিদেশি কর্তৃপক্ষ থেকে অর্থ নেওয়ার’ প্রকাশ্যে অভিযোগ করে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়