শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ বছর জেল খেটে মুক্তি পেলেন আল-জাজিরার সাংবাদিক

ডেস্ক নিউজ: চার বছর কারাবাসের পর মিসরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হোসাইন। কোনো আনুষ্ঠানিক অভিযোগ এবং বিচার ছাড়াই তাকে এত দিন আটক করে রেখেছিল মিসরের সরকার। ২০১৬ সালের ডিসেম্বরে মাহমুদকে আটক করা হয়।

তার মুক্তি পাওয়ার বিষয়টি শনিবার (৬ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে আল-জাজিরা। সময় টিভি

মাহমুদ হোসাইনের মুক্তির পরপরই আল-জাজিরার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ সাংবাদিক মাহমুদের কারামুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, তার এই মুক্তি সত্যের মুহূর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক মাইলফলক।

জানা গেছে, মাহমুদ হোসাইন ৯ সন্তানের জনক। প্রায় এক দশক ধরে তিনি বিভিন্ন আরবি চ্যানেলে কাজ করেছেন। প্রথমে তিনি আল-জাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। পরে চ্যানেলটির সঙ্গে ২০১০ সালে প্রথমে কায়রো এবং পরে দোহায় ফুলটাইম কাজ শুরু করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে ৫৪ বছর বয়সী এই সাংবাদিককে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর আটক করা হয়। ছেড়ে দেওয়ার আগে আইনজীবীর অনুপস্থিতিতে তাকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন ফের আটক করা হয়।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘ভুয়া খবর ছড়ানো এবং দেশের সুনাম ক্ষুণ্ন করতে বিদেশি কর্তৃপক্ষ থেকে অর্থ নেওয়ার’ প্রকাশ্যে অভিযোগ করে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়