ডেস্ক নিউজ: চার বছর কারাবাসের পর মিসরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আল-জাজিরার সাংবাদিক মাহমুদ হোসাইন। কোনো আনুষ্ঠানিক অভিযোগ এবং বিচার ছাড়াই তাকে এত দিন আটক করে রেখেছিল মিসরের সরকার। ২০১৬ সালের ডিসেম্বরে মাহমুদকে আটক করা হয়।
তার মুক্তি পাওয়ার বিষয়টি শনিবার (৬ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে আল-জাজিরা। সময় টিভি
মাহমুদ হোসাইনের মুক্তির পরপরই আল-জাজিরার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আল-জাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ সাংবাদিক মাহমুদের কারামুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, তার এই মুক্তি সত্যের মুহূর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক মাইলফলক।
জানা গেছে, মাহমুদ হোসাইন ৯ সন্তানের জনক। প্রায় এক দশক ধরে তিনি বিভিন্ন আরবি চ্যানেলে কাজ করেছেন। প্রথমে তিনি আল-জাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। পরে চ্যানেলটির সঙ্গে ২০১০ সালে প্রথমে কায়রো এবং পরে দোহায় ফুলটাইম কাজ শুরু করেন।
পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে ৫৪ বছর বয়সী এই সাংবাদিককে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর আটক করা হয়। ছেড়ে দেওয়ার আগে আইনজীবীর অনুপস্থিতিতে তাকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন ফের আটক করা হয়।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘ভুয়া খবর ছড়ানো এবং দেশের সুনাম ক্ষুণ্ন করতে বিদেশি কর্তৃপক্ষ থেকে অর্থ নেওয়ার’ প্রকাশ্যে অভিযোগ করে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি।