শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাস্কফোর্স গঠন করে সংরক্ষিত বনভূমির জবরদখল উচ্ছেদ করা হবে : বনমন্ত্রী

আনিস তপন : [২]এ পর্যন্ত ৯৯ হাজার ৮৬০ একর বনভূমি উদ্ধারের লক্ষ্যে নয় হাজার ২৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

[৩] জেলা প্রশাসন, স্থানীয় বন বিভাগ, পুলিশ, র‌্যাব সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হবে।

[৪] পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানান, ইতোমধ্যে সংরক্ষিত বনভূমির কিছু এলাকা চিহ্নিত করে তা জবরদখলমুক্ত করতে জেলা প্রশাসনের কাছে দুই হাজার ৯৭১টি উচ্ছেদ প্রস্তাব পাঠানো হয়েছে। জবরদখল করা বনভূমি স্থানীয় বন বিভাগের মাধ্যমে উদ্ধার করে সামাজিক বনায়ন বিধিমালার আওতায় আনা হবে।

[৫] সংরক্ষিত বনভূমির মধ্যে সারাদেশে ৮২০ দশমিক ৩৪ একর জায়গায় প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা গড়ে তোলার পাশাপাশি স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে। হাট-বাজার/দোকান-পাট, রিসোর্ট/কটেজ, কৃষি ফার্ম, শিক্ষা প্রতিষ্ঠানের নামে জবরদখলে রয়েছে ১৪ হাজার ১৪৯ দশমিক ১৪ একর ভূমি। আর ব্যক্তি মালিকানাধীন ঘর-বাড়ি/কৃষি জমি ছাড়াও জবরদখলে রয়েছে আরও এক লাখ ২৩ হাজার ৬৪৩ দশমিক ৫৫ একর বনভূমি।

[৬] সিএস রেকর্ডভূক্ত বনভূমি পরবর্তীতে এসএ/আরএস/বিএস জিরিপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের নামে বনের জায়গা রেকর্ড করে নিয়েছে। সম্পাদনা: রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়