শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১]টেকনাফ সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক

ফরহাদ আমিন : [২]কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)মহাপরিচালক মেজর জেনারেল মোঃসাফিনুল ইসলাম।
[৩]শনিবার দিন ব্যাপি বাংলাদেশ-মিয়ানমার টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টের বিজিবি’র বর্ডার আউট পোষ্ট (বিওপি)গুলো পরিদর্শন করেন এবং বিজিবি’র কর্মকর্তা ও সদস্যদের সাথেও মতবিনিময় করেন।তিনি হেলিকাপ্টার যোগে এসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত জলসীমানা পরিদর্শন শেষে বিকেলে বিজিবির মহাপরিচালক শাহপরীর দ্বীপ ত্যাগ করেন।
[৪]বিজিবি মহাপরিচালকের এ সফর প্রসঙ্গে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান শনিবার সন্ধ্যায় শাহপরীরদ্বীপ বিওপিতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ২বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ রুবায়াৎ কবীর,বিজিবির এডি নাজমুল হুদা প্রমুখ।
[৫]প্রেস ব্রিফিংয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান বলেন,বিজিবি মহাপরিচালক নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে টেকনাফ সফর করেছেন।সীমান্তে কর্মরত আমরা বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধির জন্যই মূলত মহাপরিচালকের এ সফর।মিয়ানমারে সাম্প্রতিক যে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়।
এ ঘটনাকে নিয়ে বাংলাদেশের সীমান্তে বিজিবির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।সীমান্তে অতিরিক্ত কোন বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়নি।বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সীমান্তে যেকোনও পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সামগ্রিক প্রস্তুতি দেখে,মহাপরিচালক সন্তোষ প্রকাশ করেছেন।
[৬]তিনি আরো বলেন,মিয়ানমারের সাম্প্রতিক ঘটনায় সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কোন আশংকাও এ মুহূর্তে দেখা দেয়নি। যদি এরকম শংকা দেখা দেয় তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।মাদক চোরাচালান ও অনুপ্রবেশসহ সীমান্তের সব ধরনের অপরাধ দমনে স্থানীয়দের সহযোগিতা চাই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়