শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল রোববার বগুড়ায় করোনা টিকাদান কর্মসুচী শুরু হবে

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, পুলিশ লাইন্স হাসপাতাল ও সিএমএইচ হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করোনা টিকা দান কার্যক্রম শুরু হবে।

[৩] বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রথম টিকা গ্রহন করবেন। বগুড়া সদরের পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সামির হোসেন মিশু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, টিকা দান কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।

[৪] জেলায় টিকা দান উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বগুড়ায় ৭০জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ে প্রশিক্ষন শেষ হয়েছে। বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যনুসারে বগুড়ায় মোট ১০ হাজার ৮০০ ভায়াল পেয়েছে। যা দিয়ে ১ লাখ ৮হাজার ডোজ টিকা প্রদান করা হবে। বগুড়া সদর উপজেলায় দেয়া হবে ১৭ হাজার ৬২৫টি ডোজ টিকা। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে আদমদীঘিতে ৬ হাজার ১৯৮টি, ধুনটে ৯ হাজার ২৮৬টি, গাবতলীতে ১০ হাজার ১৪৯টি, কাহালুতে ৭ হাজার ৬২টি, নন্দীগ্রামে ৫ হাজার ৭৪২টি, সারিয়াকান্দিতে ৮ হাজার ৫৯৭টি, শাজাহানপুরে ৯ হাজার ২০৩টি, শেরপুরে ১০ হাজার ৫৬৯টি, শিবগঞ্জে ১২ হাজার ২৬টি, সোনাতলায় ৫ হাজার ৯৩১টি এবং সবচেয়ে কম দুপচাঁচিয়ায় ৫ হাজার ৬১১টি ডোজ বরাদ্দ দেয়া হয়েছে।

[৫] ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ প্রতিবেদক-কে বলেন, গত ২৯ জানুয়ারী অত্র জেলায় করোনাভাইরাসের ১০ হাজার ৮০০ ভায়াল এসে পৌছায়। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী কাল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দান চলবে। তিনি আরও বলেন, বেলা ১১টায় টিকা দান আনুষ্ঠাননিক ভাবে উদ্বোধন করা হবে।

[৬] উল্লেখ্য, বগুড়া জেলায় ২০২০সালের ১লা এপ্রিল প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৮৯৬ জন আক্রান্ত এবং এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৮৬জন। এছাড়াও করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৪৭ জনের প্রাণহানী ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়