তৌহিদুর রহমান : [২] শনিবার দুপুরে উপজেলার প্রত্যন্ত চাতলপাড়ের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫’শ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
[৩] এ উপলক্ষে স্থানীয় কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর হোসেন। এতে স্থানীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী ফোরামের প্রচার সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
[৪] এ সময় বক্তারা বলেন, প্রত্যন্ত এই গ্রামীন জনপদের শীতার্তদের কষ্ট লাঘবে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম যেভাবে এগিয়ে এসেছে তা অনুকরণীয়। তারা সমাজের বিত্তবানরা সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।