সোহাগ হাসানঃ[২] জেলার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১’শ ইয়াবা ট্যাবলেটসহ শামসুল হক সবুজ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।গ্রেপ্তার শামসুল হক সবুজ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঝাপড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে।
[৩] শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
[৪]জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল হক জানান, সদর উপজেলার মালশাপাড়া গ্রামে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। গোপন সংবাদে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে এঘটনায় সদর থানায় মামলা দায়ের ও আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: অনন্যা আফরিন