জেরিন আহমেদ: [২] আমরা দেখেছি অনেক ছেলেই শখ করে কানের পড়েন। এবার সবাইকে চমকে দিল কপালে হিরে বসিয়েছেন সিমের উডস।
[৩] তার এই অভিনব এ চিন্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ওই ভিডিওতে দেখা যায় কপালে গর্ত করে বড় একটি গোলাপি হিরা বাসিয়ে মাথা ঝাকাচ্ছেন লিল উজি ভার্ট। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘Beauty is Pain’। তার শেয়ার করা ভিডিওটি একদিনে ১১ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। দি সান, বিডি নিউজ
https://twitter.com/i/status/1357140185222434816