শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রানে মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ

রাহুল রাজ : [২] চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের ৪৩০ রানের জবাবে তৃতীয় দিনে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান।

[৩] আজ দিনে প্রথম বলেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এনক্রুমা বোনার (১৭)। ভেঙেছে তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি।

[৪] এরপর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের পথের কাটা হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তার ফিফটিতে ক্যারিবীয়রা স্বপ্ন দেখছিল। তবে তাকে খুব আজ টিকতে দেননি স্পিনার নাইম। দারুণ এক ডেলিভারিতে তাকে ব্যক্তিগত ৭৬ রানে বোল্ড করে ফেরত পাঠিয়েছেন তিনি।

[৫] দুই প্রান্ত থেকে স্পিনাররা যখন সফরকারীদের উপস্থিত ছিলেন তখন ভিন্ন পথ বেছে নেন কাইল মায়ের্স। স্বাগতিক বোলারদের উপর আক্রমণ করে খেলতে থাকেন তিনি। ৬৫ বলে ৪০ রান করার পথে মেরেছেন ৬ টি বাউন্ডারি এর পরেই আক্রমণে এসে ত্রাসের রাজত্ব করা মায়ের্সকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফিরিয়েছেন মিরাজ।

[৬] এরপর আর কোন সাফল্য পায়নি বাংলাদেশ। সিলভা ও ব্লাকউড দেখে শুনেই প্রথম সেশনের বাকি সময়টা পার করেছেন। ব্লাকউড ৩৪ ও সিলভা ১২ রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়