শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের লক্ষ্যে তালিকা চাওয়া ওয়েবসাইটটি নকল: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

শরীফ শাওন: [২] ওয়েবসাইটটির (www.bprimaryschool.org) সঙ্গে অধিদপ্তর বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই। সেখানে প্রধানমন্ত্রী এবং অধিদপ্তরের মহাপরিচালকের ছবি ব্যবহার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার এ বিষয়ে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

[৪] অধিদপ্তর জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। বর্তমানে জাতীয়করণের কোন প্রস্তাব বিবেচনার সুযোগ নেই। প্রয়োজন হলে সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

[৫] আরও জানায়, বিভিন্ন সূত্রে জানা যায়, জাতীয়করণ মর্মে অপপ্রচারণা চালিয়ে বিভ্রান্তি ও অর্থ সংগ্রহের চেষ্টা করছে। এসকল প্ররোচিত না হওয়ার আহ্বান জানানো হয়।

[৬] অভিযুক্ত ওয়েবসাইটটিতে বলা হয়েছে, জাতীয়করণে বাদ পড়া আবেদনকারী প্রতিষ্ঠানগুলো সরকারিকরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে মন্ত্রণালয়, অধিদপ্তর ও শিক্ষক সমিতি এ সংখ্যা বিভিন্ন আকারে উল্লেখ করে। তালিকা সংশোধনে ৮ ফেব্রুয়ারি এবং সংখ্যা নির্ণয় ও সঠিক তালিকা প্রস্তুতে ৩০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য পাঠাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়