নূর মোহাম্মদ : [২] হাইকোর্ট বলেছেন, আইনে অর্থ পাচার মামলায় সাজার পরিমাণ অনেক কম। লঘু দণ্ড দিয়ে এ ধরনের অর্থ পাচারের মত দুর্নীতির অপরাধ রোধ করা যাবে না। প্রয়োজনে আইন সংশোধন করে সাজার পরিমাণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিতে হবে। বিসমিল্লাহ গ্রুপের অর্থ পাচারের মামলার এক আসামির জামিন শুনানিতে বুধবার হাইকোর্ট এসব কথা বলেন।
[৩] অর্থ পাচারের মামলায় জনতা ব্যাংক এলিফ্যান্ট রোড শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এসএম শোয়েব উল কবিরের ১০ বছর সাজা হয়। এরপর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় বিশেষ আদালত। কারাগার থেকে সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চান তিনি।