মাহামুদুল পরশ: [২] মঙ্গলবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এক টুইটেজানান, সিরোর জরিপ মোতাবেক ৫৬.১৩ শতাংশ নয়াদিল্লিবাসির মধ্যে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। সংখ্যায় যা এক কোটির বেশি। আল-জাজিরা
[৩] তিনি আরো বলেন, সেরো সার্ভে মোতাবেক প্রতিদিন করোনা আক্রান্তদের সংখ্যা ২০০ করে কমছে। নয়াদিল্লিবাসির মধ্যে করোনার হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে তবে আমরা করোনা মোকাবেলায় আমাদের চেষ্টা অব্যাহত রাখবো।
[৪] করনায় সবচাইতে বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান।
[৫] থাইরো কেয়ার টেকনোলোজি বলছে ভারতের ৫৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলো এবং এখন তাদের শরিরে এখন অ্যান্টিবডি কাজ করছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল