স্বপন দেব: [২] কুলাউড়ার মুকুন্দপুর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় শামীম আহমদ (৪৪) নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে মুকুন্দপুরে ঘটনাটি ঘটেছে।
[৩] প্রতিবেশীরা জানান, কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় সৌদি প্রবাসী শামিমের পরিবারের সদস্যদের সাথে সুফিয়ানের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো।
[৪] তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া চলাকালে প্রতিপক্ষের হামলায় শামীম গুরুতর আহত হন। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
[৫] এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে চলা বিরোধে ঘটনাটি ঘটেছে। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।