শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হল-শিক্ষাকার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে ইবি প্রশাসন

ডেস্ক নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে অনুষদীয় ডিন, ইনস্টিটিউট অব ইসলামিক অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, প্রক্টর বিভিন্ন পরিচালক ও প্রশাসকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিডি নিউজ ২৪

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, মতবিনিময় সভায় সরকারি সিদ্ধান্ত এলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও শিক্ষাকার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপাচার্য স্যার জানিয়েছেন। সরকারি সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই যেন পুরোদমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া যায়, সেজন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সকাল ১১টার দিকে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুম সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, আবাসিক হল প্রভোস্ট, প্রক্টর ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়