আব্দুল্লাহ যুবায়ের: [২]সোমবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হুসাইনি বলেন, আমাদের রাষ্ট্রীয় টেলিভিশন পুরো প্রক্রিয়াটি সম্প্রচার করেছে এবং বিশ্ব তা দেখেছে। আল জাজিরা
[৩]তিনি আরও বলেন, নবী মুহাম্মদ (স.) এর নাতি হযরত হুসাইনের ব্যবহৃত ঘোড়া জুলজানার নামে এ রকেটটির নামকরণ করা হয়েছে।
[৪]এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রকেটটি পাঠাতে প্রথম দু ধাপে সলিড এবং তৃতীয় ধাপে তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটি বহন করতে পারবে ২২০ কেজি ওজনের স্যাটেলাইট।
[৫]জুলজানার চূড়ান্ত পরীক্ষার পর, এটির মাধ্যমে মহকাশে পাঠানো হবে স্যাটেলাইট।
[৬]সর্বশেষ ২০২০ সালের এপ্রিলে ইরানের বিপ্লবি গার্ড প্রথম সামরিক নজরদারিতে সক্ষম স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছিলো। সম্পাদনা : মোহাম্মদ রকিব