শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৬ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক  

ফরহাদ আমিন:  [২]কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব১৫।[৩]সোমবার দুপুরে হ্নীলা ইউপি দমদমিয়া ওমরখাল ব্রীজ সংলগ্ন নুর হাসিমের বাড়ির সামনে থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,হ্নীলা ইউপি জাদিমোড়া শালবাগান ২৬নম্বর ক্যাম্পের বল্ক এ৩,বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ হোসেন(৫৫)ও  মুছনি রোহিঙ্গা ক্যাম্পের বল্ক,সি  বাসিন্দা আজিজুল হকের ছেলে  বদি আলম(২০)।
[৪]সোমবার  রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক(মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউপি দমদমিয়া ওমরখাল ব্রীজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে সড়কের উপর অস্ত্রসশস্ত্রসহ  সন্ত্রাসীরা অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তাসহ পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।ঔই সময় ১০জন অজ্ঞাত আসামি কৌশলে পালিয়ে যায়।পরে ধৃতদের সাথে থাকা বস্তাগুলো তল্লাশী করে একটি দেশীয় তৈরি ওয়ানশুটারগান, নয়টি এসবিবিএল উদ্ধার করা হয়।
[৫]তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে সুকৌশলে  বিভিন্ন এলাকা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করে আসছে।উদ্ধারকৃত অস্ত্র গুলো আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা  অব্যাহত রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়