লিহান লিমা: [২] গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটালে সহিংসতাকে কেন্দ্র করে আগামী সপ্তাহে সিনেটে উঠছে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার। ইতোমধ্যেই তার প্রধান ৫জন আইনজীবী টিম থেকে সরে দাঁড়িয়েছেন, ফলে নতুন আইনজীবী দল গঠন করেছেন ট্রাম্প। সিএনএন/গার্ডিয়ান
[৩]তবে ট্রাম্পের নিয়োগকৃত নতুন দুই আইনজীবী ডেভিড স্কোহেন ও ব্রুড এল কাস্টোরও বিতর্ক মুক্ত নয়। স্কোহেন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় রুশ সম্পৃক্ততা নিয়ে ২০১৯ সালে কংগ্রেসের তদন্তে বাধা দেয়ার অভিযুক্ত হ্ওয়া রজার স্টোনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া এই আইনজীবী যৌন নিপীড়নে অভিযুক্ত জেফরি এপস্টেইনেরর প্রতিনিধিত্ব করেছেন। ব্রুস কাস্টোরে বিরুদ্ধেও যৌন নিপীড়কদের প্রতিনিধিত্ব করার অভিযোগ রয়েছে।
[৪] আগামী ৯ ফেব্রুয়ারি সিনেটে বিচার আরাম্ভ হওয়ার কথা। এছাড়া স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে ট্রাম্পের আইনজীবী দলের প্রতিবেদন জমা দেয়ার শেষ সময় হওয়ায় তার আইনজীবী দলের হাতে এখন সময় খুবই কম। তবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জুলিয়ান জেলিজার বলেছেন, ‘ট্রাম্পের আইনজীবী দলের পদত্যাগ প্রভাব ফেলবে না। কারণ রিপাবলিকার সিনেটরা ইতোমধ্যেই তাকে দায়মুক্তি দেয়ার সিদ্ধান্ত দিয়ে রেখেছেন।’
[৫] ট্রাম্প যখন মার্কিন সিনেটে দ্বিতীয়বারের মতো অভিশংসনের বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তখন ট্রাম্পের ‘সেভ আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ নতুন বছরে প্রায় ৩১.১ মিলিয়ন অর্থ সংগ্রহ করেছে। নথিতে দেখা গিয়েছে, ট্রাম্প মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির দাবী করে ‘নির্বাচনী প্রতিরক্ষা’ প্রচারণা অব্যাহত রেখেছেন। ট্রাম্পের অনুগত সমর্থকরা নভেম্বরের নির্বাচনের পর গঠিত ‘সেভ আমেরিকা কমিটিতে’ অর্থ দিয়ে যাচ্ছেন।