শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীশংকৈলে এক কাতারে ১০ মেয়র প্রার্থী (ভিডিও)

আনোয়ার হোসেন আকাশ : কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে ১০ মেয়র দাঁড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। এছাড়াও যে প্রার্থীই নির্বাচিত হোক সম্মিলিতভাবে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’  এই আয়োজন করে। প্রধান শিক্ষক গোপেন নাথ বর্ম্মনের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক শাহিন আলম সানের সঞ্চালনায় রোববার দুপুর আড়াইটা থেকে সন্ধা সাড়ে ৫ টা পর্যন্ত বিরতীহনভাবে চলে এই অনুষ্ঠান। ‘জনতার মুখোমুখি’  অনুষ্ঠানে এবারের পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করা মেয়র প্রার্থীরা উপস্থিত থেকে একে একে তাদের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এতে পৌরশহরের বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত  বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি রাশেদুজ্জামান রাশেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, সংগঠনের উপদেষ্টা এম এস রবিউল ইসলাম সবুজ, চিকিৎসক আব্দুল্লাহ আল মুনিম।

একই মঞ্চে যে দশ জন মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি মনোনীত মাহমুদুন নবী পান্না বিশ্বাস, জাতীয় পার্টি মনোনীত আলমগীর হোসেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- বর্তমান মেয়র উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর সরকার, সাবেক ছাত্র নেতা মোকাররম হোসাইন, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, পৌর আওয়মী লীগের বহিষ্কৃত সম্পাদক রফিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন, বহিষ্কৃত আ. লীগ নেতা সাধন বসাক, আ ফ ম রুকুনুল ইসলাম ডলার।

এ অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের  ভিন্ন ভিন্ন কর্মপরিকল্পনা থাকলেও তারা এ পৌরসভাকে মাদক, ইভটিজিং মুক্ত ও পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রূতি ব্যক্ত করেন। এছাড়াও হোল্ডিং কর কমানো প্রতিটি ওয়ার্ডে সেবার মান নিশ্চিত করাসহ রাস্তা-ঘাট নির্মাণ, শিশু ও বিনোদন পার্ক নির্মাণ, শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন, চিকিৎসার মান উন্নত করণসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গীকার করেন তারা।

এ পৌরসভায় মোট ১২ জন মেয়র প্রার্থী, এদের মধ্যে আ. লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৮,  বিএনপি বিদ্রোহী প্রার্থীসহ-২, জাতীয় পার্টি-১ ও স্বতন্ত্র প্রার্থী-১জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬শত ২৪ জন। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়