শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৮:১৮ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে নববধূকে চুল-ভ্রু কেটে এসিড দিয়ে মুখ ঝলসে দিল স্বামী

রিয়াদ ইসলাম: [২] মাত্র দুই মাস সাত দিন আগে বিয়ে। এর মধ্যেই যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় মাথার চুল-ভ্রু কেটে এসিড দিয়ে স্ত্রী মিতু খাতুনের (২০) মুখ ঝলসে দিয়েছে স্বামী আরিফ হোসেন (২২)।

[৩] এ ঘটনায় বৃহস্পতিবার আরিফ হোসেনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করার পর শুক্রবার তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

[৪] তিন দিন আগে সোমবার রাতে ঈশ্বরদী পৌর শহরের বাবুপাড়া আব্দুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেন।

[৫] মামলার সূত্রে জানা যায়, মাত্র দুই মাস সাত দিন আগে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মিতু খাতুনের সঙ্গে পৌর এলাকার বাবুপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে আরিফের যৌতুকবিহীন শর্তে বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর থেকেই আরিফ মিতুর কাছে যৌতুক দাবী করে নির্যাতন চালিয়ে আসছিল।

[৬] সম্প্রতি ছোটভাই আলমগীরকে বিদেশ পাঠানোর জন্য টাকার প্রয়োজন হওয়ায় আবারও স্ত্রীর মাধ্যমে শ্বশুরের কাছে ৬ লাখ টাকা যৌতুক দাবী করে আরিফ। টাকা না দেওয়ায় আরিফ ক্ষিপ্ত হয়ে মিতুকে নির্যাতন শুরু করে।

[৭] ২৫ জানুয়ারি রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মিতুকে খাওয়ায় আরিফ। এরপর অচেতন হয়ে পড়লে মাথার চুল ও চোখের ভ্রু কেটে মুখে এসিড মাখিয়ে দেওয়া হয়। এতে মুখ জ্বালাপোড়া শুরু হলে মিতু চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে তার বাবার বাড়িতে খবর পাঠানো হয়।

[৮] আহত মিতু খাতুন পাষণ্ড স্বামী আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। আহত মিতুর বাবা মজিবর রহমান জানান, যৌতুকের জন্য একটি মেয়েকে হত্যার উদ্দেশে মুখ পুড়িয়ে দেওয়াটা কল্পনার বাইরে। মেয়েকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনদিন পর বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসেন। এরপর বিকালেই জামাই আরিফের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রত্যাশায় থানায় অভিযোগ দায়ের করেন।

[৯] ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, আহত মিতুর বাবা বৃহস্পতিবার বিকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়। আসামী আরিফকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়