শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৭:৫৯ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মোহাম্মদপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ

ইসমাঈল ইমু: [২] রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদের বাড়ি দখল করে নিয়েছে স্থানীয় একটি কুচক্রি মহল। এছাড়া ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

[৩] শনিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার ছেলে আমিনুল ইসলাম বিপ্লব লিখিত বক্তব্যে জানান, ১৯৭২ সাল থেকে বীর মুক্তিযোদ্ধা মৃত. হারুন-অর-রশীদ মোহাম্মদপুরে পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছেন। বাড়ীটি মূলত সরকারের এ্যাভান্ডেন্ট ক-লিস্টের বাড়ি।

[৪] তিনি জানান, আব্দুর রহমান গাজী নামের এক প্রতারক ভুয়া দলিল করে আদালতের মাধ্যমে এক তরফা রায় ও ডিগ্রি হাসিল করে। আব্দুর রহমান গাজী ও মো. মোনাছেব হাওলাদার যোগসাজশে মোক্তারনামামূলে মুহাম্মদ আব্দুল কাইয়ুম ও তাহেরা তাবাস্্সুমের সাথে বায়না করেন। কিন্তু বাকী টাকা নিয়ে রেজিস্ট্রি করে না দেয়ায় মুহাম্মদ আব্দুল কাইয়ুম ও তাহেরা তাবাস্্সুম বিজ্ঞ মামলা করেন।

[৫] এক্ষেত্রে মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদের বাড়িটি যে তার পরিবারের সদস্যরা ফিরে পায় এবং বাড়িটি আত্মসাতের চেষ্টাকারী দোষি ব্যক্তিদের আইনের আওতায় এনে পূনরায় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন ও বিচারমন্ত্রীসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। এ সময় ওই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়