শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৮:৩৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপা নেতা আনোয়ার হোসেনকে হত্যার পর লাশ পুঁতে রাখে দুই রোহিঙ্গা

আবদুল করিম: [২] চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকা থেকে নিখোঁজ জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে তার নিজস্ব খামার থেকেই মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় লাশ।

[৪] নিহত আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের আহমদ সওদাগরের পুত্র। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

[৫] আনোয়ার হোসেনের পারিবারিক সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর দুপুরে আনোয়ার হোসেন পদুয়ার গরুর বাজারে ছিলেন। বিকেলে ও রাতে তিনি আর ঘরে ফেরেননি। রাত থেকে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সারা রাত ঘরে না ফেরায় স্বজনসহ তাঁর বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কোথাও তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে তার পরদিন লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

[৬] সাধারণ ডায়েরি করার ঠিক দুইদিন পরই দুপুরে হঠাৎ অপরিচিত এক ব্যক্তি আনোয়ারের ছোট ভাই সেলিমের মুঠোফোনে কল করে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ওই ব্যক্তি দেড় লাখ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেবেন বলে জানান।

[৭] এরপরই আনোয়ার হোসেনকে উদ্ধারে নেমে পড়ে পুলিশ এবং একমাস চেষ্টার পর শেষ পর্যন্ত তার লাশটি উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষ আনোয়ার হোসেনের খামারের কর্মচারী স্থানীয় আসিফ এবং আনছার নামে এক মিয়ানমারের নাগরীককে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই পাওয়া যায় লাশের সন্ধান।

[৮] লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘নিহতের স্ত্রী নার্গিস আক্তার গত ২১ জানুয়ারি অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চালায়। সর্বশেষ খামারের দুই কর্মচারীকে আটক করা হয়। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ার মাটিচাপা অবস্থায় আছে বলে নিশ্চিত হয় পুলিশ।

[৯] গ্রেপ্তারকৃতদের মধ্যে আসিফ স্থানীয় এবং আনছার মিয়ানমারের নাগরিক বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়