শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৮:৩৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপা নেতা আনোয়ার হোসেনকে হত্যার পর লাশ পুঁতে রাখে দুই রোহিঙ্গা

আবদুল করিম: [২] চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকা থেকে নিখোঁজ জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে তার নিজস্ব খামার থেকেই মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় লাশ।

[৪] নিহত আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের আহমদ সওদাগরের পুত্র। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

[৫] আনোয়ার হোসেনের পারিবারিক সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর দুপুরে আনোয়ার হোসেন পদুয়ার গরুর বাজারে ছিলেন। বিকেলে ও রাতে তিনি আর ঘরে ফেরেননি। রাত থেকে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সারা রাত ঘরে না ফেরায় স্বজনসহ তাঁর বন্ধুবান্ধবের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কোথাও তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে তার পরদিন লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

[৬] সাধারণ ডায়েরি করার ঠিক দুইদিন পরই দুপুরে হঠাৎ অপরিচিত এক ব্যক্তি আনোয়ারের ছোট ভাই সেলিমের মুঠোফোনে কল করে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ওই ব্যক্তি দেড় লাখ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেবেন বলে জানান।

[৭] এরপরই আনোয়ার হোসেনকে উদ্ধারে নেমে পড়ে পুলিশ এবং একমাস চেষ্টার পর শেষ পর্যন্ত তার লাশটি উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষ আনোয়ার হোসেনের খামারের কর্মচারী স্থানীয় আসিফ এবং আনছার নামে এক মিয়ানমারের নাগরীককে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই পাওয়া যায় লাশের সন্ধান।

[৮] লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘নিহতের স্ত্রী নার্গিস আক্তার গত ২১ জানুয়ারি অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চালায়। সর্বশেষ খামারের দুই কর্মচারীকে আটক করা হয়। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ার মাটিচাপা অবস্থায় আছে বলে নিশ্চিত হয় পুলিশ।

[৯] গ্রেপ্তারকৃতদের মধ্যে আসিফ স্থানীয় এবং আনছার মিয়ানমারের নাগরিক বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়