শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৩ বছরে পঞ্চম বিয়ে করলেন পামেলা

বিনোদন ডেস্ক: মার্কিন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন বিতর্কের জন্ম দিয়ে সবসময় লাইমলাইটে থাকতে পছন্দ করেন। কখনো অর্থের লোভে অথবা ভুল বোঝাবুঝির কারণে স্বামীদের ডিভোর্স দিয়েছেন বেশ কয়েকবার তিনি।

আবার বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন। এটি কার পঞ্চম বিয়ে। তবে এ =বার আর কোনও বিরাট অনুষ্ঠান করে নয়। শোনা গিয়েছে, গোপনেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। সেটাও বেশ কিছু দিন আগে। ২০২০ সালের বছরের শেষে।

তবে কাকে বিয়ে করেছেন ৫৩ বছরের সাবেক প্লেবয়-সুন্দরী। তা নিয়ে কৌতূহল রয়েছে ভক্তদের মাঝে। পামেলা জানিয়েছেন, তিনি বিয়ে করেছেন তার দেহরক্ষী ড্যান হেহার্স্ট-কে। লকডাউনের সময় থেকে পামেলার সঙ্গেই ছিলেন ড্যান। তিনি পামেলার নিরন্তর খেয়াল রাখতেন। মডেল-অভিনেত্রী তার সঙ্গে থাকতে পেরে খুবই খুশি। এমনটাই জানা গিয়েছে ঘনিষ্ঠ মহল সূত্র থেকে।

এই নিয়ে পঞ্চমবার বিয়ে করলেন পামেলা। যদিও সে কথা তিনি নিজে স্বীকার করেন না। তার মতে, এটি তার চতুর্থ বিয়ে। এর আগে টমি লি, বব রিচি এবং রিক সালোমনকে বিয়ে করেছিলেন পামেলা। কিন্তু তাদের মধ্যে রিককে দু’বার বিয়ে করেন পামেলা। ২০০৭ এবং ২০১৩ সালে। তার পর তিনি বিয়ে করলেন ড্যানকে।

সেই হিসেবে এটা তার পঞ্চম বিয়ে হওয়ার কথা। যদিও বছর খানেক আগে তিনি জন পিটার্সকে বিয়ে করেছিলেন বলে শোনা গিয়েছিল। তবে সেই খবর ঘোষণার ১২ দিন পরে পামেলা জানান, জনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছে। তারা নাকি আইনি পদ্ধতিতে বিয়েও করেননি।

এবার আর তেমন নয়। ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনিভাবেই তারা বিয়ে করেছেন বলে জানিয়েছেন। ২৫ বছর আগে নিজের ঠাকুমা-ঠাকুরদার থেকে যে বাড়িটি পামেলা কিনেছিলেন। সেখানেই আছেন ড্যানের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়