সাইফুল আরিফ জুয়েল: [২] নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ পাঁচ শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে ১৮০ পিস ইয়াবা, একটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল ও দুইটি ছোরা পাওয়া যায়।
[৩] এরা হলো- উপজেলার দেওথান গ্রামের মৃত আ. মালেকের ছেলে আতিকুর রহমান রোমান(২৭), লাল মিয়ার ছেলে তফসির মিয়া (৩৩), হাজী ওয়াকিল উদ্দিনের ছেলে মো. আনাছ মিয়া (২৫), বড়কাশিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিরুল ইসলাম বাবু(৩০) ও কাজীহাটি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ফয়সাল আহমেদ(২২)।
[৪] বুধবার রাতে গোপন সংবাদে পৌরশহরের শাহজালাল হোটেলে ইয়াবা ভাগ ভাটোয়ারা করার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
[৫] মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।সম্পাদনা: সাদেক আলী