অহিদ মুকুল: [২] অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।
[৩] বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
[৪] এসময় আরও উপস্থিত ছিলেন— নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক য্যোতি খীসা ,বেগমগঞ্জ সার্কেল এএসপি শাহ ইমরান, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার।