শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক ব্যক্তি ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

সুজন কৈরী: রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তার পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম ইবনে মিজান রনি (৫০)। তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড এবং প্রতারনামূলক এসএমএসের ৮ পাতা স্ক্রিনশর্ট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং র‌্যাব-৩ এর যৌথ অভিযানে ইবনে মিজানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস বলেন, গত বছরের ২২ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপর্সে মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত আনসার পদে চাকরি দেওয়ার একটি সুপারিশ পত্র পাঠানো হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তদন্ত শুরু করে র‌্যাব। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, ওই আবেদন পত্রটি প্রকৃতপক্ষে প্রতারক ইবনে মিজান রনি তার নিজের বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপস থেকে প্রতারণার উদ্দেশ্যে আনসার সদর দপ্তরে পাঠায়। অভিযোগের ভিত্তিতে এনএসআই এবং র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইবনে মিজানকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইবনে মিজান জানান, তিনি বিভিন্ন সময় নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা ও প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে বিভিন্ন চাকরিতে নিয়োগ, পদোন্নতি, বদলির তদবীর বাণিজ্য করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছেন।

র‌্যাব কর্মকর্তা বীনা রাণী দাস বলেন, সিডিএমএস রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার ইবনে মিজান একজন পেশাদার প্রতারক। প্রতারণা ও অন্যান্য অপরাধের দায়ে তার বিরুদ্ধে ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়