সুজিৎ নন্দী: [২] মঙ্গলবার নগর ভবনে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের অফিসে ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের উপস্থিতিতে এই তালা লাগানো হয়।
[৩] ডিএসসিসি সচিব দফতর সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতাকর্মীদের কয়েক মাসের বেতন বকেয়া ছিল। বকেয়া বেতন আদায় নিয়ে একপর্যায়ে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার ব্যক্তিগত সহকারী আলী হোসেনকে মারধর করেন। যা আইন-শৃঙ্খলা পরিপন্থী।
[৪] গত রোববার চারজন পরিচ্ছন্নতাকর্মীকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এ ছাড়াও এই হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি এম এ গনি ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।